রাশিয়া থেকে দেশে ফেরত ৩৫ বাংলাদেশি কর্মী

রাশিয়া থেকে চাকরিচ্যুত হয়ে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি কর্মী
টুইট ডেস্ক: রাশিয়া থেকে চাকরিচ্যুত ৩৫ জন বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছেন। তারা আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা কর্মীরা অভিযোগ করেছেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে।
এর আগে রাশিয়া থেকে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে পর্যায়ক্রমে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। আজকের এই ৩৫ জন কর্মী সেই কর্মসূচির প্রথম দফা হিসেবে দেশে ফিরে আসেন।






