সুযোগ হাতছাড়া করলে বিপদ হবে: স্বাস্থ্য উপদেষ্টা

এবার সুযোগ এসেছে পরিবর্তনের, এটাকে কাজে লাগাতে হবে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “সুযোগ কিন্তু বারবার আসে না। এবার সুযোগ এসেছে পরিবর্তনের, এটাকে কাজে লাগাতে হবে। আমরা আর পূর্বের অবস্থা দেখতে চাই না। সুযোগ হাতছাড়া করলে বিপদে পড়বো।”

রোববার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত গণভোট ২০২৬ বিষয়ক বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের মোট ভোটারের ৫০ ভাগ নারী। এর মধ্যে ৩৫ ভাগ শিক্ষিত নন। প্রান্তিক এলাকায় মা-বোনদের কাছে সংসদ, উচ্চকক্ষ ও গণভোটের গুরুত্ব বোঝানো প্রয়োজন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। মসজিদের ইমামদেরও মাধ্যম হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা এখনও সম্পূর্ণ হয়নি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ফ্যাসিবাদ বিদায় দিয়েছে, কিন্তু আমরা আর রক্তপাত চাই না। বৈষম্য, হত্যাযজ্ঞ বা অন্যায় যেন আমাদের সমাজে না ঘটে।

উপদেষ্টা সরকারী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ভোটের প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। জনগণ যাতে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। তবে কোনো সরকারি কর্মকর্তা কোনো প্রার্থী বা দলের পক্ষে প্রচারণা করতে পারবেন না। তবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা করতে আইনগত কোনো বাধা নেই।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ, বিভাগের অতিরিক্ত কমিশনার এবং স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাগত বক্তব্য রাখেন।

এরপর উপদেষ্টা রাজশাহী কলেজ শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার উপলক্ষে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-ছাত্র ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।