স্কুল-কলেজ-মাদ্রাসায় ‘হ্যাঁ’ ভোট প্রচারণার সিদ্ধান্ত

‘হ্যাঁ’ ভোটে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা।
টুইট প্রতিবেদক: আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট প্রদানে উৎসাহিত করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হবে।
প্রচারণার আওতায় শিক্ষার্থীদের মধ্যে ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ, মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোট সংক্রান্ত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান রিলিজ, এবং বিশ্ববিদ্যালয়-কলেজে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সঙ্গে মিলিত হয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ, যিনি বলেন, “ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এবারের গণভোটের মাধ্যমে। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।”
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান এসএমএ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, এবং ইউজিসি সদস্য প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
অপরদিকে সরকার বলছে, আসন্ন সংস্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টার প্রকাশ্য অবস্থান গ্রহণ গণতান্ত্রিক নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সরকারের অবস্থান গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।






