‘দেশের চাবি এখন আপনার হাতে’ স্লোগানে রাজশাহী কলেজে ভোটের গাড়ির যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ প্রাঙ্গণে ‘দেশের চাবি এখন আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ভোটের গাড়ির যাত্রা শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল থেকে কলেজ এলাকায় ভোটারদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়েছে।
ভোটের গাড়িটি রাজশাহী কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে। এ সময় সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।






