শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

টুইট ডেস্ক: মাঘের শুরুতে সারা দেশে শীতের তীব্রতা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এর পর ধীরে ধীরে তাপমাত্রা কমে শীতের তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার তিনটি জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহের উল্লেখযোগ্য লক্ষণ নেই।
চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা আবার বাড়বে কি না—সে বিষয়ে এখনই নিশ্চিত কোনো পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা বাড়ার বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে জানুয়ারি মাসে নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়া অফিস জানায়, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তবে বিচ্ছিন্নভাবে কোথাও এমন তাপমাত্রা থাকলে তা আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা করা হয় না।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।






