দেবের নামে চালু হল ডাকটিকেট

টুইট ডেস্ক: টলিউডে অভিষেকের পর থেকেই অভিনয় দিয়ে ভক্ত–দর্শকের মন জয় করে চলেছেন মেগাস্টার দেব। দেশের গণ্ডি পেরিয়ে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিদেশেও। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় হয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সাধারণ মানুষের প্রিয় মুখ হিসেবে। বাণিজ্যিক ও গল্পনির্ভর—দুই ধারার সিনেমাতেই নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন এই তারকা।
এবার সেই জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবে দেবের নামে ডাকটিকিট চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকটিকিটের ছবি শেয়ার করে বিষয়টি ভক্তদের জানান দেব।
পোস্টের ক্যাপশনে ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “আমি ভীষণভাবে সম্মানিত ও অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আন্তরিক ধন্যবাদ। এটা আমি কল্পনাও করিনি। একজন মানুষ হিসেবে সকলের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে পরম প্রাপ্তি।”
জানা গেছে, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেবের এই সম্মানে আনন্দে ভেসেছে গোটা ঘাটাল অঞ্চল। একই সঙ্গে নামিদামি ব্যক্তিত্বদের পাশে তার জায়গা করে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরাও।






