নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শাসালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি বিবাদ: রুমিনের তোপে ম্যাজিস্ট্রেট
টুইট ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর) আসনে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযানে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের কাছে ক্ষোভ উগরে দেন।
শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় ঘটনার সময় ভিডিওতে দেখা যায়, রুমিন ম্যাজিস্ট্রেটকে বলেন, “আমি শেষবার সতর্ক করছি, এ ধরনের কথা আর শুনতে চাই না। আমি রুমিন, আমার কোনো দল লাগে না।”
ঘটনার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তারা সমাবেশ বন্ধের চেষ্টা করলে প্রার্থী অসৌজন্যমূলক আচরণ করেছেন এবং বিষয়টি তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়ে দিয়েছেন।






