মালান-হৃদয়দের জুটিতে রংপুর প্লে-অফে পৌঁছালো

টুইট ডেস্ক: ডেভিড মালান ও তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে রংপুর রাইডার্স চতুর্থ ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির প্লে-অফ নিশ্চিত করেছে। শনিবার লিগে নিজেদের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারায় রংপুর।
৮৫ বল খেলে মালান-হৃদয় জুটি ১৮০ রানের শক্ত ভিত্তি তৈরি করেন। মালান ৪৯ বলে ৭৮ রান করেন, হৃদয় ৪৬ বলে ৬২ রান করেন। এরপর কাইল মায়ার্সের ২৪ রানের অবদান নিয়ে রংপুর ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে।
ঢাকা ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৭ উইকেটে ১৭০ রানে থামে। ফাহিম আশরাফ ও নাহিদ রানার পেস বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ৫৮ রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন। ম্যাচ সেরা নির্বাচিত হন মালান।
রংপুর এখন ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।






