জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা

টুইট ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের সমাধিসৌধে স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এছাড়াও, দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিভিন্ন জেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন দলের নেতা ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন।