ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫৬ জন পর্যবেক্ষক নিয়োগ ইইউ’র

টুইট ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ৫৬ জন স্থায়ী পর্যবেক্ষক নিয়োগ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইইউ মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে।
পর্যবেক্ষকরা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে ভূমিকা রাখবেন এবং নির্বাচন প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন। তারা দেশের ৬৪টি জেলায় শহর ও গ্রামাঞ্চলে কার্যক্রম পরিচালনা করবেন।
নির্বাচন ঘনিয়ে আরও ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। নির্বাচনের দিন মোট প্রায় ২০০ জন ইইউ পর্যবেক্ষক মাঠে থাকবেন। নির্বাচন শেষে ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন করা হবে।






