হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

টুইট ডেস্ক: কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে আপিল করেন। শনিবার ওই আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়।

ঋণখেলাপির অভিযোগ এনে হাসনাত আব্দুল্লাহ এর আগেও ইসিতে আপিল করেছিলেন। এর পাল্টা হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীও হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেন। তবে ওই আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন।

এদিকে, মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণখেলাপির বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। কুমিল্লা-৪ আসনের এই বিএনপি প্রার্থীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে হাইকোর্ট একটি আদেশ দেন। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরবর্তীতে ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। গত ৮ জানুয়ারি শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরপর সেই আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী।

তবে ১৪ জানুয়ারি চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত রাখার আগের সিদ্ধান্ত বহাল রাখেন। একই সঙ্গে ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম স্থগিত করে জারি করা হাইকোর্টের রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।