রাবি ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ৪ পরীক্ষার্থী আটক

স্মার্টফোন ব্যবহার করে জালিয়াতির অভিযোগ, পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় স্মার্টফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে চারজন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে দুই জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে দুই জনকে আটক করা হয়। ঢাকায় আটক দুজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে এবং তদন্ত সাপেক্ষে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার রাবির ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালে একযোগে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‘সি’ ইউনিটে মোট এক লাখ ২৬ হাজার ২২৫ জন আবেদন করেছে, যেখানে আসন সংখ্যা এক হাজার ৫৩৬। এ হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৮২ জন।






