রাজশাহীর পদ্মার চরে দুই মাসে চারজন নি/হত

পদ্মার চরে গুলিতে নিহত চার, অপারেশন ফাস্ট লাইটে ২০৩ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মার চরে দুই মাসের ব্যবধানে দূর্বৃত্তের গুলিতে চারজন নিহত হয়েছেন। ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানান, পদ্মার চর ভারতের সীমান্তবর্তী হওয়ায় সন্ত্রাসীরা সহজেই আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অপরাধ চালাচ্ছে।

জানা গেছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর পদ্মার চরের খড় কাটাকে কেন্দ্র করে বাঘা, লালপুর, ঈশ্বরদী ও দৌলতপুর এলাকায় গোলাগুলিতে মিনহাজ মন্ডলের ছেলে আমান মন্ডল এবং শুকুর মন্ডলের ছেলে নাজমুল হোসেন নিহত হয়। পরের দিন ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেনের লাশ উদ্ধার করা হয়। এরপর দুই মাস পর ৩ জানুয়ারি গভীর রাতে সোহেল রানাকে গুলি করে হত্যা করা হয়।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, পদ্মার চরের ১১টি সন্ত্রাসী গোষ্ঠী নিয়মিত হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এ গোষ্ঠীর মধ্যে রয়েছে কাঁকন বাহিনী, মন্ডল বাহিনী, টুকু বাহিনী, সাঈদ বাহিনী, লালচাঁদ বাহিনী, রাখি বাহিনী, শরীফ কাইগি বাহিনী, রাজ্জাক বাহিনী, চল্লিশ বাহিনী, বাহান্ন বাহিনী এবং সুখচাঁদ-নাহারুল বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ২০৩ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ১০টি আগ্নেয়াস্ত্র, দেশীয় তৈরি দুই বন্দুক, সাতটি পিস্তল, ২৪ রাউন্ড কার্তুজ, পাঁচটি মোটরসাইকেল, মাদকদ্রব্য, ইঞ্জিনচালিত নৌকা ও স্পিডবোর্ড, অস্ত্র রাখার সিলিন্ডার এবং ছুরি, চাপাতি, দা, লোহার পাইপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান চলমান থাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের চেষ্টা অব্যাহত রয়েছে।