জামায়াতের জোটে নেই ইসলামী আন্দোলন, ২৬৮ আসনে একক প্রার্থী

জোট নয়, ইসলামী আন্দোলনের ২৬৮ আসনের ঘোষণা

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন জোটে না থাকার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি এক হাতে ‘হাতপাখা’ নীতিতে ২৬৮টি সংসদীয় আসনে এককভাবে নির্বাচন করবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসলামের নীতি-আদর্শ ও দীর্ঘমেয়াদি লক্ষ্য বজায় রাখতে জোটের সঙ্গে যুক্ত হতে পারছে না দলটি।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আমাদের পথচলা হয়তো মসৃণ হবে না, কিন্তু আমরা ক্ষমতার রাজনীতি নয়, নীতি ও আদর্শকে প্রাধান্য দেই। ইতিমধ্যে দল ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে; যাদের মধ্যে দুইজন বাতিল হয়েছে। বাকি ২৬৮ প্রার্থী মাঠে নির্বাচন করবেন।

গাজী আতাউর রহমান আরও দাবি করেন, জামায়াত শক্তিশালী হলেও ইসলামী আন্দোলন আদর্শিক ও নৈতিকভাবে দুর্বল নয়। তিনি জামায়াতের সম্ভাব্য সমঝোতার নির্বাচনকে সমালোচনা করে বলেন, দেশের মানুষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আশা করলেও সেই প্রত্যাশা পূরণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, জামায়াতের নেতৃত্বাধীন জোটের মধ্যে আসন সমঝোতার ঘোষণা গতকাল বৃহস্পতিবার দেওয়া হয়। জোটের অন্যান্য দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি ও নেজামে ইসলাম পার্টি অন্তর্ভুক্ত, কিন্তু ইসলামী আন্দোলন সেখানে উপস্থিত ছিল না।