রাজনীতি একদিনের নয়, মিতু আপা সঠিক পথেই আছেন- ডা. মিতুর সাহসিকতায় মুগ্ধ নাহিদ ইসলাম

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে দেশজুড়ে যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই দলের অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম সরাসরি অবস্থান নিলেন চিকিৎসক ও উদীয়মান রাজনীতিবিদ ডা. মাহমুদা মিতুর পক্ষে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি মিতুর রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগের প্রশংসা করে জানান, মনোনয়ন তালিকায় নাম থাকা বা না থাকার চেয়েও বড় বিষয় হলো জনগণের আস্থার রাজনীতি। নাহিদ ইসলামের এই প্রকাশ্য সমর্থন ডা. মিতুর রাজনৈতিক ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করল।

নাহিদ ইসলাম লিখেন, মাহমুদা মিতু একজন চিকিৎসক এবং এ প্রজন্মের সাহসী রাজনীতিবিদ। রাজনীতি একদিনের জন্য নয়; এটি ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও প্রজ্ঞার দীর্ঘ লড়াই। যে রাজনীতি জনগণের জন্য, সেই রাজনীতিকে জনগণ আপন করে নেয়। মিতু আপা সেই রাজনীতির পথেই হাঁটছেন। রাজনীতির দীর্ঘ ও কঠিন লড়াইয়ের জন্য তিনি সচেতনভাবেই মাঠে নেমেছেন।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, রাজনীতির পথ সহজ নয়, কিন্তু সাহসী ও সৎ মানুষের জন্য এই পথই ইতিহাস গড়ে। জাতীয় নাগরিক পার্টি মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য গর্বিত। নিশ্চয়ই তিনি সফল হবেন।