ইকুয়েডরে জিম্মি ১৭০ কারারক্ষী ও প্রশাসনিক কর্মচারীদের মুক্তি
বিশ্ব ডেস্ক: ইকুয়েডরে কারাগারে কয়েদিদের হাতে জিম্মি ১৭০ জন কারারক্ষী ও প্রশাসনিক কর্মচারীদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) রাতে খবরটি নিশ্চিত করেছে ইকুয়েডরের প্রিজন এজেন্সি এসএনএআই।
এবিসি নিউজ জানায়, আজুয়ায়, ক্যানার, তুঙ্গুরাহুয়া, কোটোপ্যাক্সি ও নাপোতে জিম্মি থাকা কারারক্ষী ও প্রসাশনিক কর্মীদের সফলভাবে মুক্ত করা হয়েছে।
ইকুয়েডরের প্রিজন এজেন্সি এসএনএআই বিবৃতিতে জানায়, জিম্মির সঙ্গে জড়িতদের তদন্তের আওতায় আনা হবে।
ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এক্সে জিম্মিদের সফল ভাবে মুক্ত করার জন্য এসএনএআই ও পুলিশ ফোর্স্ কে ধন্যবাদ জানান।
গত সোমবার (৮ জানুয়ারি) দেশব্যাপী নাগরিক অস্থিরতা ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন। এসময় বিশৃঙ্খলা ও সহিংসতার জেরে পাঁচটি ভিন্ন কারাগারে একশ জনের বেশি কারারক্ষী ও প্রশাসনিক কর্মচারীদের কারা কয়েদিরা জিম্মি করে এবং সংঘর্ষে এল ওরো কারাগারে একজন কারারক্ষী নিহত হয়।
স্থানীয় লস চোনেরোস গ্যাংয়ের কথিত নেতা ও র্শীর্ষ মদকপাচারকারি ফিটো গুয়াকিলের কারাগার থেকে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দেশটিতে জরুরি অবস্থার সূত্রপাত হয়।