বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

অধ্যয়নের পাশাপাশি খেলাধুলা ও দেশপ্রেমে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে — ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
অসীম রায় (অশ্বিনী): বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্রীড়া প্রতিযোগিতা কেবল আনন্দের আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, দলগত চেতনা, অধ্যবসায়, শৃঙ্খলা ও মনোবল যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অধ্যয়নের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল মেধা বিকাশ ঘটাতে হবে এবং তাদের দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে।”
তিনি আরও বলেন, নিয়মিত সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও শিষ্টাচার শেখানোর পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য।
নয়নাভিরাম মার্চপাস্ট ও ক্রীড়ার আয়োজন
সমাপনী অনুষ্ঠানে বিএনসিসির চৌকস ক্যাডেট, স্কাউট, গার্ল গাইডস এবং তিনটি হাউজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর মার্চপাস্ট অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি এ সময় মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশ নেয় নজরুল, বরকত ও শহীদুল্লাহ হাউজ—জাতীয় তিন মহান ব্যক্তিত্বের নামে গঠিত এই হাউজগুলোতে মোট ৬৫৪ জন শিক্ষার্থী ১০৭টি ইভেন্টে প্রতিযোগিতা করেন।
ফলাফল
চ্যাম্পিয়ন: শহীদুল্লাহ হাউজ
রানার আপ: নজরুল হাউজ
প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি তুলে দেন এবং সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে তাদের উৎসাহিত করেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ২০২৬ তারিখে ১৭তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন
লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, এমফিল, এইসি।
উপস্থিতি
অনুষ্ঠানে বান্দরবানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলায় অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত। পাবলিক পরীক্ষায় ধারাবাহিক ভালো ফলাফল ও সুসংগঠিত সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।







