হু/মকি-ধমকির মামলায় মেহজাবীন ও ভাইকে অব্যাহতি

টুইট ডেস্ক: ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত হুমকি-ধমকির অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সকালে এই আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার।

এর আগে পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার নামে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৭৩ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদানের অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার বাদী অভিযোগ করেন, টাকা ফেরত চাওয়ায় ১৬ মার্চ হাতিরঝিল রোডের কাছে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাত ৪-৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন। মামলাটি ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করা হয়েছিল।