ঢাকায় ব্যারিস্টার নাজির আহমদের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

শহিদুল ইসলাম: ব্রিটেনের উচ্চ আদালতের প্র্যাকটিসিং ব্যারিস্টার ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের লেখা দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ১৫ জানুয়ারি ২০২৬, জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজন করা হয়।
প্রধান অতিথি সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, আইনের শাসন হলো গণতন্ত্রের মেরুদণ্ড। নাজির আহমদের সাহসী ও সমালোচনামূলক লেখালেখি আইনের শাসন ও মানবিক বাংলাদেশের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি সাবেক সিনিয়র বিচারপতি এএফএম আব্দুর রহমান বলেন, বই দুটি বাংলাদেশের আর্ত-সামাজিক অবস্থা, সংবিধান, রাষ্ট্র ও সমাজের অসঙ্গতিগুলো উন্মোচনে সহায়ক।
ব্যারিস্টার নাজির আহমদ বলেন, দীর্ঘ ২৭ বছর আইনের প্র্যাকটিসের পাশাপাশি তিনি বাংলাদেশের মানবিক ও ন্যায়পরায়ণ সমাজ গঠনের জন্য লেখালেখি করছেন। তিনি সৎ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানটি বিচারক ইকতেদার আহমেদ সভাপতিত্বে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশার ব্যক্তিত্ব। অনুষ্ঠান শেষে বইয়ের মোড়ক উন্মোচন ও রিফ্রেশমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।






