সারাদেশে যৌথ অভিযানে ৩২৫ সন্দেহভাজন অপরাধী গ্রেপ্তার

টুইট ডেস্ক: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত এক সপ্তাহে (৯–১৫ জানুয়ারি) সারাদেশে যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত, কিশোর গ্যাং ও চোরাকারবারিসহ ৩২৫ জন সন্দেহভাজন গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪১৯ রাউন্ড গোলাবারুদ, ১৪টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাবে এবং সাধারণ জনগণকে সন্দেহজনক কার্যকলাপ সেনা ক্যাম্পে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।