শীতার্ত মানুষের মাঝে রাজশাহী জেলা প্রশাসকের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে পবায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে হরিপুর ইউনিয়নের গোপালপুর আদর্শ গ্রামে প্রায় সাড়ে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলার রেজবি আল হাসান মুঞ্জিল প্রমুখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘রাজশাহীতে শীতের তীব্রতায় শীতার্ত মানুষ বিপর্যস্ত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় হাত থেকে রক্ষা করার লক্ষ্যে খেটে খাওয়া দিন মজুর ও ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। সেই লক্ষ্যে ইতোমধ্যেই জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৬৪ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’