জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন

টুইট ডেস্ক: উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) “জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ” অনুমোদন করেছে। অধ্যাদেশটি আগামী ৫–৭ দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ হয়ে আইনে পরিণত হবে।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, এই অধ্যাদেশের মাধ্যমে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের ফৌজদারি দায়মুক্তি দেওয়া হবে। তবে ব্যক্তিগত স্বার্থে সংঘটিত হত্যাকাণ্ড বা সহিংসতা এই অধ্যাদেশের আওতায় পড়বে না।
রাজ্য মানবাধিকার কমিশন নির্ধারণ করবে কোন ঘটনা রাজনৈতিক প্রতিরোধের অংশ এবং কোনটি ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত। কমিশন প্রয়োজন হলে ক্ষতিপূরণের সুপারিশ করবে।
আইন উপদেষ্টা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে জুলাই গণঅভ্যুত্থানে মামলা রয়েছে কি না তা যাচাই করার জন্য একটি সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।






