রাজশাহীতে এলপিজি সিলিন্ডার সংকট: দাম বৃদ্ধি ও সরবরাহ কমেছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে দৈনিক ৩৫–৪০ হাজার সিলিন্ডারের চাহিদার বিপরীতে সরবরাহ মাত্র ৫ ভাগের এক ভাগে সীমিত হয়ে গেছে। গত তিন সপ্তাহ ধরে সিলিন্ডার পাওয়া দুষ্কর, অনেক ক্ষেত্রে এক সপ্তাহ আগে অর্ডার দিতে হলেও দ্বিগুণ দাম দিতে হচ্ছে।

নগরীর খুচরা বিক্রেতারা জানান, ডিসেম্বরের শেষে সিলিন্ডার বিক্রির দাম প্রতি ইউনিট ১,২৫৩ টাকা থেকে জানুয়ারি শুরুতে ১,৩০৬ টাকা করা হলেও সরবরাহ আরও কমে গেছে। হোটেল ও রেস্তোরাঁগুলোতেও রান্নার কার্যক্রম প্রভাবিত হচ্ছে।

রাজশাহী এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফারুক হোসেন কচি বলেন, শুধুমাত্র চারটি কোম্পানি সীমিত সরবরাহ করছে। চাহিদার তুলনায় অপ্রতুল সরবরাহ, বাজারে দাম বৃদ্ধির পাশাপাশি হাহাকার সৃষ্টি করেছে।