রংপুরে অজ্ঞাত নারীর ম/র/দে/হ উদ্ধার

আব্দুল্লাহিল শাহীন, রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে বদরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের টেক্সেরহাট ভেলাকোবার বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ওই স্থানে সকালে বস্তাবন্দি অবস্থায় বিবস্ত্র ওই নারীর লাস দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পরে বদরগঞ্জ থানা পুলিশ সেখানে গিয়ে ওই লাশ হেফাজতে নেয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।