পাবনার বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রশাসনিক অচলাবস্থা

সহকারী পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও আচরণগত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার টেবুনিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রশাসনিক অচলাবস্থা দেখা দিয়েছে। কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসান এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্বে অনিয়মের অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

সূত্রগুলো জানিয়েছে, সহকারী পরিচালক নিয়মিত অফিসে অনুপস্থিত থাকেন এবং প্রশাসনিক সিদ্ধান্তে একক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেন। অভিযোগ আছে, তার নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে কর্মকর্তা-কর্মচারীদের হেনস্তা করা হয়। তবে মাহমুদুল হাসান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দীর্ঘদিন ধরে জনবল সংকটে থাকা কেন্দ্রে ২৬টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র তিনজন কর্মকর্তা কর্মরত আছেন। অফিসের কার্যক্রম সচল রাখতে অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম কে দায়িত্ব পালনে সহযোগিতা করতে বলা হয়। গত ৫ ও ১১ জানুয়ারি অফিসে তার সঙ্গে সহকারী পরিচালকের বাকবিতণ্ডা এবং শ্রমিকদের বাধা ও মানববন্ধন কেন্দ্রকে আরও অচলাবস্থার মধ্যে ফেলেছে।

বিএডিসি টেবুনিয়া কেন্দ্রের যুগ্ম পরিচালক কৃষিবিদ মো. কাজেম আলী বলেন, উভয় পক্ষের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী পরিচালক মাহমুদুল হাসান অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি প্রশাসনিক নিয়ম মেনে কাজ করছেন।