নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান ও ক্লার্ক গাইফোর্ডের বিয়ে
বিশ্ব ডেস্ক: নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরর্ডান এবং টিভি উপস্থাপক ক্লার্ক গাইফোর্ড এখন অফিসিয়ালি বিয়ে করেছেন। শনিবার (১৩ জানুয়ারি) তাদের বিয়ের আয়োজন হয়েছিল নর্থ আইল্যান্ডের হকস বের ক্রেগি রেঞ্জ ওইনারি এলাকায়। ঘনিষ্ঠদের নিয়ে পারিবারিকভাবে দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন তিনি।
দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে ৩১০ কিলোমিটার উত্তরে নর্থ আইল্যান্ডের হকস বের ক্রেগি রেঞ্জ ওইনারিতে শনিবার (১৩ জানুয়ারি) তাদের বিয়ের আয়োজন করা হয়।
এই জুটি প্রায় এক দশক ধরে একসঙ্গে আছে এবং তাদের নেভে নামে পাঁচ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। মেয়েকে কোলে নিয়েই জেসিন্ডা জাতিসংঘের বৈঠকেও হাজির হয়েছিলেন।
জেসিন্ডার বয়স এখন ৪৩ আর ক্লার্কের বসয় ৪৭ বছর। উভয়ের বাগদান হয় ২০১৯ সালের মে মাসে। তারা ২০২২ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার আগেই বিশ্বজুড়ে হানা দেয় কোভিড-নাইনটিন মহামারি।
কোভিড নিয়ন্ত্রণে ২০২২ সালেও নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ আরোপ ছিল। যে কারণে নিজের বিয়ের অনুষ্ঠানও পিছিয়ে দিয়েছিলেন তিনি।
‘কোভিড মহামারি থেকে দেশবাসীকে সফলভাবে রক্ষা করতে পারায় সে সময়ে বিশ্বজুড়ে দারুণ প্রশংসিত হয়েছিলেন জেসিন্ডা।’
‘জেডিসন্ডা ২০১৭ সাল থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান তিনি। এমনকি পরিবারকে সময় দিতে সক্রিয় রাজনীতি থেকেও সরে দাঁড়ান।’