স্কটল্যান্ডে কনসাল জেনারেল নিযুক্ত ড. ওয়ালী তসর উদ্দিন, সিলেটে সংবর্ধনা

সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা।
শহিদুল ইসলাম, সিলেট প্রতিনিধি:স্কটল্যান্ডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারি কনসাল জেনারেল নিযুক্ত হওয়ায় বিশিষ্ট কমিউনিটি লিডার, ব্যবসায়ী ও সমাজসেবক যুক্তরাজ্যপ্রবাসী ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে ইংল্যান্ডের এমজেএম গ্রুপের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাক–এর সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন গোলাম হাফিজ সুফিয়ান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইউরোপ–বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইবিএফসিআই) সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই, ডিবিএ, ডি.লিট। প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক–এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক সেলিম আউয়াল, দৈনিক মানবজমিন–এর কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য পলি রহমান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই বলেন, তাঁর পরিবারে বর্তমানে ১২০ জন গ্র্যাজুয়েট রয়েছেন। তিনি ১৯৮৮ সালে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ‘বেস্ট মুসলিম’ অ্যাওয়ার্ড লাভ করেন উল্লেখ করে বলেন, সব সম্মান আল্লাহর হাতে। মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করলে তার প্রতিদান পাওয়া যায়। শেখার কোনো শেষ নেই উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ১৩৪টি দেশ ভ্রমণের মধ্য দিয়ে তিনি এখনও শিখছেন। আমাদের দেশে সম্ভাবনার কোনো অভাব নেই, তবে যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি ৭০০ জন চিকিৎসককে প্রশিক্ষণ দিয়েছেন বলেও জানান।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নুর বলেন, প্রবাসীরা দেশের প্রাণশক্তি। বিশেষ করে ইংল্যান্ডের সঙ্গে সিলেটের আত্মিক সম্পর্ক অত্যন্ত গভীর। তবে নতুন প্রজন্মের প্রবাসী সন্তানরা ধীরে ধীরে সিলেট বিমুখ হয়ে যাচ্ছে—এটি উদ্বেগজনক। নতুন প্রজন্মকে দেশের সঙ্গে যুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের সন্তানদের সিলেট প্রেসক্লাবে নিয়ে আসার মাধ্যমে একটি নতুন সেতুবন্ধন তৈরি করা সম্ভব। এ লক্ষ্যে সিলেট প্রেসক্লাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বাসন বলেন, ড. ওয়ালী তসর উদ্দিন দীর্ঘ ৬১ বছর ধরে সমাজ ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সমাজের জন্য এক আলোকবর্তিকা। সিলেট প্রেসক্লাব প্রবাসীদের জন্য একটি মিলনকেন্দ্র হতে পারে উল্লেখ করে তিনি প্রবাসী বিনিয়োগ নিয়ে একটি গ্রন্থ প্রণয়নের প্রস্তাব দেন। পাশাপাশি প্রবাসীরা যেন দেশে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য সিলেট প্রেসক্লাবে একটি ‘প্রবাসী ডেস্ক’ স্থাপনের দাবি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাফাদার, দৈনিক প্রভাতবেলা–এর সম্পাদক কবির আহমদ সোহেল, ইলেকট্রনিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা’র সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন এবং দৈনিক জালালাবাদ–এর স্টাফ রিপোর্টার এম জে এইচ জামিল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট–চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এমজেএম গ্রুপের সদস্যরা।







