নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটারদের খেলা বয়কটের ঘোষণা

টুইট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটাররা সরব হয়েছেন। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দিনের প্রথম ম্যাচের আগে নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে।

মিঠুন বলেন, “শেষ কিছুদিন ধরে যা ঘটছে, তা পুরো ক্রিকেটাঙ্গনকে আহত করেছে। একজন দায়িত্বশীল পরিচালকের উচিত এমন ভাষা ব্যবহার না করা।”

এ বিতর্কের সূত্রপাত হলো নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ উল্লেখ করেন। এছাড়া টি–টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে অংশগ্রহণ নিয়ে চলা উত্তেজনাও পরিস্থিতিকে জটিল করেছে।

কোয়াব সভাপতি আরও বলেন, “একজন বোর্ড পরিচালক খেলোয়ারদের নিয়ে এভাবে কথা বললে তা গ্রহণযোগ্য নয়। যদি তিনি আজই পদত্যাগ না করেন, তাহলে খেলোয়াড়রা মাঠে নামবে না।”

এসময়, বিসিবি অর্থ কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, “যদি খেলোয়াড়রা না যায়, আমরা যে কোটি কোটি টাকা খরচ করেছি, তা ফেরত চাওয়ার প্রশ্ন উঠতে পারে।”

ক্রিকেটারদের এই কঠোর পদক্ষেপ বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বিসিবির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বোর্ড এখন দেখছে, এই পরিস্থিতিতে নাজমুল ইসলামের ভবিষ্যৎ নিয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে।