মেরাপি আগ্নেয়গিরিতে এক মাসে দুবার ভয়াবহ অগ্ন্যুৎপাত
বিশ্ব ডেস্ক: ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে এক মাসে দুবার ভয়াবহ অগ্ন্যুৎপাত হয়েছে। দেশটির জিওলজিক্যাল এজেন্সি জানিয়েছে, আগ্নেয়গিরির বিস্ফোরণ এক হাজার তিনশ মিটার উঁচু হয়ে উঠেছে।
রয়টার্স জানায়, ওয়েস্ট সুমাত্রাতে রোববার (১৪ জানুয়ারি) গ্রিনিচ মান সময় ০৩৩৭ নাগাদ আগ্নেয়গিরিটিতে অন্তত দুবার অগ্ন্যুৎপাত হয়েছে। আশেপাশের নদী ও উপত্যকায় লাভা প্রবাহের সম্ভাবনা থাকায় অগ্ন্যুৎপাতের কেন্দ্রস্থলের ৪ দশমিক ৫ কিলোমিটারের মধ্যে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।
রয়টার্সের ফুটেজে দেখা যায়, রোববারের অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ছাইয়ে আশপাশের বাড়িঘর, যানবাহন ও স্থানীয়দের আশ্রয় নেয়া তাঁবু ঢেকে গেছে।
বেশ কয়েকজন বাসিন্দাকে শ্বাসযন্ত্রের চেকআপের জন্য স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। ইতিমধ্যে কর্তৃপক্ষ মাস্ক বিতরণ শুরু করেছে।
কর্তৃপক্ষ বলেছে, ‘ছাইয়ের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় আমরা বাসিন্দাদের শ্বাসকষ্টজনিত অসুস্থতা প্রতিরোধে মাস্ক ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।’
‘গত ডিসেম্বরে সুমাত্রার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মেরাপির অগ্ন্যুৎপাতের ফলে তিন কিলোমিটার পর্যন্ত ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় ২০ জনেরও বেশি লোক নিহত হয়।’
‘একাধিক টেকটোনিক প্লেটের ওপরে উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’ জুড়ে ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় প্রায়ই এই অঞ্চলে ভুমিকম্প ও আগ্নেয়গিরিগুলোর অগ্ন্যুৎপাত হয়ে থাকে।’