পোস্টাল ব্যালটে ‘ধানের শীষ’ ভাঁজের বিষয়ে ব্যাখ্যা দিল ইসি

ব্যালট সংশোধনের দাবিও তুলেছেন বিএনপির পক্ষ থেকে

টুইট ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালটে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ ভাঁজের মধ্যে পড়ে যাওয়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ব্যাখ্যা দিয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপার ছাপানোর সময় সরকারি গেজেটের ক্রমধারা বা ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে।

এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, উদ্দেশ্যমূলকভাবে ‘ধানের শীষ’ প্রতীকটি ব্যালটের মাঝখানে রাখা হয়েছে, ফলে ভাঁজ করলে এটি সহজে চোখে পড়ে না। একই অভিযোগ পরদিন গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুনরায় তোলা হয়। তিনি আরও উল্লেখ করেন, কিছু দলকে সুবিধা দিতে তাদের প্রতীক পোস্টাল ব্যালটের প্রথম লাইনে রাখা হয়েছে।

ব্যালট সংশোধনের দাবিও তুলেছেন বিএনপির পক্ষ থেকে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ব্যালট পুনঃমুদ্রণ করা হবে কি না, তা কমিশন সভার আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এখনই এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।