ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৭৩টি আপিল মঞ্জুর করেছে ইসি

টুইট ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে পঞ্চম দিনে ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মোট ৩৮০টি আপিলের শুনানি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর এবং ২৩টি অপেক্ষমাণ রয়েছে। মনোনয়নপত্র সংক্রান্ত আপিলের মোট সংখ্যা ৬৪৫টি, যা আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শোনানো হবে।

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে পূর্ণ কমিশন আপিলের শুনানি গ্রহণ করেন।