৪৪০ বাংলাদেশি বন্দির রাজকীয় ক্ষমা ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে

টুইট ডেস্ক: ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। এটি দেশটির দীর্ঘদিনের মানবিক ঐতিহ্যের অংশ।

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে ক্ষমার ঘোষণা করা হয়েছে। প্রতি বছর জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষে এ ধরনের ক্ষমা দিয়ে দণ্ডিতদের পুনর্মিলন, ক্ষমাশীলতা ও সমাজে পুনঃএকীকরণ উৎসাহিত করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৫ সালের শেষের দিকে এই ক্ষমা কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন, যার মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। এতে তারা পরিবার ও সমাজে ফিরে এসে জীবন পুনর্গঠনের সুযোগ পেয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস—ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। দিনটি ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতগুলোর ঐতিহাসিক ঐক্যকে স্মরণ করে।