সিলেটে বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা রোগীদের সার্জারি শুরু

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ঠোঁট-কাটা ও তালু-কাটা রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি চালু।
শহিদুল ইসলাম (সিলেট): সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৯ম বারের মতো সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট-কাটা, তালু-কাটা ও বার্ন (পোড়া) রোগীদের জন্য আধুনিক প্লাস্টিক সার্জিক্যাল চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই চিকিৎসা কার্যক্রম চলবে আগামী ২৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
জালালাবাদ রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানবিক কার্যক্রমে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল থেকে আগত বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৃহত্তর সিলেট অঞ্চলের রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।
সোমবার সকাল ০৯:৩০ ঘটিকায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার লেকচার গ্যালারি–২-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন রোটাপ্লাস্ট মিশন কমিটির চেয়ারম্যান পিপি ইঞ্জিনিয়ার সুয়েব আহমদ মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিরা বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে ছিলেন—
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপদেষ্টা মেজর জেনারেল ডা. সৈয়দ ইফতেখার উদ্দীন (অবঃ), হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, শেভরন বাংলাদেশের সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার এ কে এম আরিফ আকতার, শেভরন গ্যাস প্ল্যান্টের সুপারিনটেনডেন্ট আবু হেনা মোহাম্মদ হাসানুজ্জামান, রোটাপ্লাস্ট মিশনের মেডিকেল ডিরেক্টর টড ফার্নওয়ার্থ, মিশন ডিরেক্টর টেড এলেক্স, রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) এম আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সুব্রত চক্রবর্তী জুয়েল ও সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তাফহীম আহমেদ রিফাত, সহকারী পরিচালক ডা. আবু তারেক মো. রাসেল, পিপি মো. মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, হাবিব আল নূর, আক্তার আহমেদ, মালেক হুমায়ুন, আলী আশরাফ চৌধুরী খালেদ, মাছুমা চৌধুরী, রীনা রানী কর্মকার ও নীতীশ সূত্রধরসহ রোটারি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বৃহত্তর সিলেট অঞ্চলের অসহায় রোগীদের জন্য এই চিকিৎসা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আমেরিকা, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড ও মিশর থেকে আগত রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল-এর ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক, ৬ জন নার্সসহ মোট ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামসহ সিলেটে অবস্থান করছেন।
এই বিনামূল্যের আধুনিক প্লাস্টিক সার্জারি কার্যক্রম ঠোঁট-কাটা, তালু-কাটা ও পোড়া রোগীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।






