কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী

১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে সেনাবাহিনী।

টুইট ডেস্ক: জেলার অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর হাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুইশত অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেড গ্রুপের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর নিয়াজ মাখদুম।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহেমিন মাহমুদ, ওয়ারেন্ট অফিসার আছির উদ্দিনসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। উপকারভোগী রোকেয়া বেগম বলেন, “আমরা গরিব মানুষ, শীতের সময় খুব কষ্ট হয়। সেনাবাহিনী আজ যে কম্বল দিল, এতে অনেক উপকার হলো। আল্লাহ তাদের ভালো রাখুক।”

অপর উপকারভোগী দিনমজুর আবদুল মালেক বলেন, “শীতে কাজ করতে বের হতে কষ্ট হয়। এই কম্বল পেয়ে পরিবার নিয়ে কিছুটা স্বস্তি পাব। সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।”

স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ শীতার্ত দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।