আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। ছবি: সংগৃহিত

অভিযোগের বিষয়ে আজ বুধবার স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ

মুরাদুল ইসলাম সনেট: রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাঁকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. কামরুন নাহার গত রোববার (১২ জানুয়ারি) শোকজ নোটিশটি জারি করেন। নোটিশটি জারি করতে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয় এবং সোমবার (১৩ জানুয়ারি) নোটিশটি থানায় পৌঁছায়।

নোটিশে উল্লেখ করা হয়, কমিটি অবগত হয়েছে যে, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন তানোরের মুন্ডুমালা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সব অটোরিকশা ও সিএনজি চালকের মধ্যে একটি করে চাদর, মাফলার এবং ধানের শীষ প্রতীকসংবলিত ফ্ল্যাগ বিতরণ করেছেন। এই কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে এ ধরনের কার্যক্রম অনিয়ম হিসেবে বিবেচিত হওয়ায় কেন এ বিষয়ে অনুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না—সে বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রেক্ষিতে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে আগামী বুধবার (১৪ জানুয়ারি) রাজশাহীর যুগ্ম জেলা জজ প্রথম আদালতের কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে।

এদিকে শোকজ নোটিশের অনুলিপি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছেও পাঠানো হয়েছে।