বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি হলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের (Association of Universities of Bangladesh) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ ফোরামের নেতৃত্ব এখন তাঁর কাঁধে।

গতকাল ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রুয়েট রিপোর্টার্স ইউনিটি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় সাধনে ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি মর্যাদাপূর্ণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাককে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ এবং রুয়েট পরিবারের সদস্যরা।

তাঁর এই অর্জনে রুয়েট ক্যাম্পাসে আনন্দের আমেজ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা মনে করছেন, তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের উচ্চশিক্ষা খাত আরও এক ধাপ এগিয়ে যাবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান রেখে আসছেন। রুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় পর্যায়ে এই নতুন দায়িত্ব তাঁর কর্মদক্ষতারই স্বীকৃতি।