দুর্গাপুরে পুলিশের অভিযানে যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় কিসমতগণকৈড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিন্টু রহমান (৩৯) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার রাতের দিকে কয়ামাজমপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মিন্টু রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয়রা জানাচ্ছেন, এই গ্রেপ্তার দুর্গাপুরে আইন শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে।