জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমীরের সৌজন্য সাক্ষাৎ

“নির্বাচন নিরপেক্ষ রাখার জন্য জার্মান সহায়তা আশা”

টুইট ডেস্ক: আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াত-ই-ইসলামির আমীর ড. শফিকুর রহমান এর সাথে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ সৌজন্য সাক্ষাৎ ও নাস্তা সেশনে অংশগ্রহণ করেছেন।

সভা সকাল ৯:০০টায় অনুষ্ঠিত হয় জামায়াত আমীরের কার্যালয়ে, বসুন্ধরা, ঢাকায়। রাষ্ট্রদূতকে সহসাথে ছিলেন জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস কর্মকর্তা শারলিনা নুযহাত কবির।

সাক্ষাতের সময় উভয়পক্ষ সহযোগী ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখেন। আলোচনায় উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতের পক্ষ থেকে জার্মানির প্রযুক্তিগত সহায়তা ও সহযোগিতা চাওয়া হয় যাতে নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হয়।

এছাড়া সাক্ষাতের সময় নারীর অধিকার রক্ষা, কর্মসংস্থানের দক্ষতা বৃদ্ধিসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য জার্মানির অব্যাহত সমর্থন আশা করা হয়।

উভয়পক্ষ স্থায়ী গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ নিয়ে যৌক্তিক আলোচনা করেন। এসময় দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের এবং বিদেশ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।