ভারতের একসঙ্গে ১৬ উপগ্রহ হারানোর আশঙ্কা: ইসরোর মিশনে ত্রুটি

একসঙ্গে ১৬ উপগ্রহ হারানোর আশঙ্কা, ইসরোর PSLV-C62 মিশনে ত্রুটি।

ডেস্ক রিপোর্ট: ভারতের মহাকাশ কর্মসূচিতে সম্ভাব্য বড় ধাক্কা এসেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) পরিচালিত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (PSLV-C62) মিশনে উৎক্ষেপণের পর প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62 উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে প্রবেশের পর রকেটের গতিপথে অস্বাভাবিকতা ধরা পড়ে।

মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, PSLV-এর তৃতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপেই রকেটের গতি ও কক্ষপথ নির্ধারিত হয়। ফলে এই পর্যায়ে ত্রুটি দেখা দিলে পুরো মিশন ব্যর্থ হওয়ার ঝুঁকি থাকে।

এ বিষয়ে ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানান, উৎক্ষেপণের সময় সংগৃহীত সব তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

তিনি বলেন, “মিশনটি প্রত্যাশিত পথে অগ্রসর হতে পারেনি। তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটিকে সফল বা ব্যর্থ হিসেবে ঘোষণা করা হবে না।”

এই মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ EOS-N1, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (DRDO) তৈরি নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’, পাশাপাশি ভারতীয় বেসরকারি উদ্যোগ এবং ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের কয়েকটি বিদেশি উপগ্রহ।

যদি PSLV-C62 মিশনটি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তাহলে এটি শুধু ইসরোর জন্য নয়, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কর্মসূচির জন্যও বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বাণিজ্যিক উৎক্ষেপণ পরিকল্পনার একটি বড় অংশ PSLV-এর ওপর নির্ভরশীল।

ইসরো এখনো চূড়ান্ত ঘোষণা না দিলেও, তৃতীয় ধাপে ত্রুটির কারণে একসঙ্গে একাধিক উপগ্রহ হারানোর আশঙ্কা ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম (NDTV)