রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণে সেনাবাহিনীর সহায়তা

অসহায় পরিবারের বসতঘর নির্মাণে নানিয়ারচর সেনা জোনের ঢেউটিন বিতরণ!
শহিদুল ইসলাম: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক আগুনে পুড়ে যাওয়া বসতঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
জানা যায়, নানিয়ারচর সেনা জোনের আওতাধীন বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা মো. মোজ্জাম্মেল হকের বসতঘর গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে তিনি পরিবারসহ চরম দুর্ভোগে পড়েন।
ঘটনার প্রেক্ষিতে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর অংশ হিসেবে গতকাল রবিবার (১১ জানুয়ারি ২০২৬) নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটির নতুন ঘর পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয়। নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর পক্ষ থেকে মো. মোজ্জাম্মেল হকের হাতে ৩ বান ঢেউটিন তুলে দেওয়া হয়।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এ ধরনের নিঃস্বার্থ সহযোগিতা অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগায়।
স্থানীয়দের মতে, নানিয়ারচর সেনা জোনের এই মানবিক সহায়তা এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও এগিয়ে নেবে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক এলাকার জনসাধারণের কল্যাণে এ ধরনের উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।






