তারাগঞ্জে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা।
আব্দুল্লাহিল শাহীন (রংপুর): রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে অবৈধ মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার খিয়ার জুম্মার বাংগালীপুর এলাকায় অভিযান চালিয়ে শেরমস্ত গ্রামের মৃত মকবুল মন্ডলের ছেলে রেজাউল করিম (৩৮)-কে বেআইনিভাবে জমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা। অভিযানকালে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে সতর্ক করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকলে অবৈধ মাটি ও বালু উত্তোলন অনেকাংশে কমে আসবে।






