তারাগঞ্জে গণভোট ২০২৬ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসন ও কর্মকর্তারা ভোটার সচেতনতা, আচরণবিধি ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার গুরুত্ব।

তারাগঞ্জ (রংপুর) থেকে আব্দুল্লাহিল শাহীন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে। সভা সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন। উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীন, উপজেলা দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, ভোটার সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য প্রচার-প্রচারণা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছেন যে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভোটার উপস্থিতি বৃদ্ধি ও নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।