মাধবপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজিবির অভিযানে সীমান্তবর্তী ভারতীয় পণ্য উদ্ধার। মাধবপুরে কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ।

টুইট ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। এই অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের টহল দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। বিকেল ৫টার দিকে পুরোনো কাগজের কার্টনভর্তি একটি ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যগুলোর মধ্যে রয়েছে কসমেটিকস, শাড়ি ও জিরা, যার আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। উদ্ধারকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।