জামায়াতে আমীর ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক

চীনের রাষ্ট্রদূতকে বিদায় জানান জেএমআই আমীর!

টুইট ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমীর ড. শফিকুর রহমান আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সকালে চীনের রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েনকে অফিসে আপ্যায়নমূলক সাক্ষাতে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে চীনা দূতাবাসের উপ-প্রধান ড. লিউ ইউইন, রাজনৈতিক পরিচালক মিঃ ঝাংজিং, মিঃ রাকি (রু চি) এবং মিসেস নাফিসা (লিয়াং শুয়িন) উপস্থিত ছিলেন।

সাক্ষাতের সময় দুই পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা উভয় দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়কে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন। সভায় উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এই বন্ধুত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, শিক্ষাবিদ ড. জুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড মিঃ দেওয়ান আলমগীর এবং জেএমআই আমীরের বিদেশ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

সভা কুশলতাপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যা দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও দৃঢ় করার এক ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।