শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন রুশ প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

তিনি বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের চেতনায় বিকশিত হচ্ছে। গতকাল শনিবার ঢাকায় রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিখাইল মিশুস্তিন বলেন, ‘বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানের পদে নিযুক্ত হওয়ায় আপনাকে রুশ ফেডারেশন সরকার এবং ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাই।’

রুশ প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, সরকার পর্যায়ে দুই দেশের সক্রিয় কার্যক্রমে বাণিজ্য এবং অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতা আরও জোরদার হবে, যা সম্পূর্ণভাবে দুই দেশকে লাভবান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়।