খায়রুজ্জামান লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, স্ত্রী ও দুই মেয়ের হিসাবও ফ্রিজ।

টুইট প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অর্থ পাচার (মানি লন্ডারিং), সংঘবদ্ধ অপরাধ এবং অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে তদন্ত চলছে।

এসব অভিযোগের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এপ্রিলে খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, খায়রুজ্জামান লিটন নিজে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার এবং মেয়ে আনিকা ফারিহা জামানের বিরুদ্ধে ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে অভিযোগভুক্ত অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ২৯ কোটি টাকা।

অভিযোগে বলা হয়েছে, এসব সম্পদ ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্রে জানা গেছে, খায়রুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবগুলোতে বিপুল অঙ্কের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে উঠে এসেছে, লিটনের নামে থাকা ১২টি ব্যাংক হিসাবে প্রায় ৫২ কোটি ২৩ লাখ টাকা, তার স্ত্রীর নামে থাকা ১৩টি হিসাবে প্রায় ৭৬ কোটি ২৯ লাখ টাকা এবং মেয়ের নামে থাকা ৫টি হিসাবে প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে অভিযোগ করা হয়েছে, এসব অর্থ অপরাধলব্ধ এবং তা বিভিন্ন ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে সম্পদ অর্জন ও ভোগ-বিলাসে ব্যবহার করা হয়েছে। এসব কার্যক্রম মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) ধারার আওতায় সম্পৃক্ত অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগে সংঘবদ্ধ অপরাধ ও অস্বাভাবিক লেনদেনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে রোববার (১১ জানুয়ারি) সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা মোট ৪১টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে সিআইডি জানায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এবং যাতে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে পাচার বা অন্যত্র স্থানান্তর করতে না পারেন, সে জন্য এসব হিসাব অবরুদ্ধ করা জরুরি। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে গত ৬ মার্চ একই অভিযোগের ভিত্তিতে আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

দুদক ও সিআইডি সূত্রে জানা গেছে, খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচার, দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধ সংক্রান্ত অনুসন্ধান এখনও চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।