মৌলভীবাজার সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ

৪৬ বিজিবি’র অভিযান: চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ অব্যাহত।

টুইট ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাতে উপজেলার আলীনগর সীমান্ত ফাঁড়ি এলাকা থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।

বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, জব্দকৃত সিগারেটের পরিমাণ ২ হাজার ৫৫০ প্যাকেট। এগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্তের বিভিন্ন এলাকায় ফেলে রাখা হয়েছিল।

বিজিবি জানায়, ৪৬ বিজিবির অধীনে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবা-রাত্রি ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তের ১১৫ কিলোমিটার এলাকা সুরক্ষার পাশাপাশি তারা অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান রোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

বিজিবি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত সিগারেটগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা মনে করিয়ে দেন, সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য ও চোরাচালান ঠেকাতে বিজিবির এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন জানায়, “আমরা দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা সতর্ক ও প্রস্তত থাকব। চোরাচালানকারীদের বিরুদ্ধে কোনো নরম দৃষ্টি থাকবে না।”