লন্ডনে ইরান দূতাবাসে ‘স্পাইডারম্যান’ প্রতিবাদ

ইরানের লন্ডন দূতাবাসে ‘স্পাইডারম্যান’ প্রতিবাদ: পতাকা বদলে গেল, ছড়িয়ে পড়ল বার্তা।

বিশ্ব ডেস্ক: যুক্তরাজ্যে অবস্থিত ইরানের দূতাবাস ভবনে নাটকীয় এক প্রতিবাদ বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক বিরোধী কর্মী দূতাবাসের বারান্দায় উঠে ইসলামিক রিপাবলিক অব ইরানের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের ঐতিহাসিক ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা উত্তোলন করেন।

ঘটনার সময় দূতাবাসের সামনে জড়ো হওয়া শত শত বিক্ষোভকারী উল্লাসে ফেটে পড়ে। এই প্রতিবাদ ডিসেম্বর ২০২৫ থেকে ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি প্রবাসী ইরানিদের সংহতির প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা ইরানের বিরোধী আন্দোলনের একটি শক্তিশালী প্রতীকে পরিণত হয়েছে, যা পাহলভি রাজতন্ত্রের যুগ ও ধর্মনিরপেক্ষ জাতীয় পরিচয়ের স্মারক হিসেবে বিবেচিত। বিক্ষোভকারীরা এই প্রতীকের মাধ্যমে ইসলামিক রিপাবলিকের প্রতি প্রত্যাখ্যানের বার্তা দিতে চেয়েছেন।

ঘটনার পরপরই ব্রিটিশ পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে অ্যাগ্রাভেটেড ট্রেসপাস ও জরুরি কর্মীকে আক্রমণের অভিযোগ আনা হয়েছে। আরও একজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে। পরে দূতাবাসের কর্মকর্তারা পুরনো পতাকাটি নামিয়ে বর্তমান রাষ্ট্রীয় পতাকা পুনরায় উত্তোলন করেন।

এই ভাইরাল মুহূর্তটি শুধু একটি প্রতিবাদ নয়—বরং ইরানের ভেতরে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং দেশের বাইরে অবস্থানরত বিরোধীদের ক্রমবর্ধমান সক্রিয়তার প্রতীক হয়ে উঠেছে।