তারেক রহমানের হাত শক্তিশালী করার আহ্বান দুলুর

নিজস্ব প্রতিবেদক, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

শুক্রবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়ে ওঠা তারেক রহমান আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান দেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন উল্লেখ করে তিনি তাকে একজন যোগ্য ও সুযোগ্য রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন।

গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুর হোসাইন সুমন, গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখার সহসভাপতি মিল্টন হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টসর, নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় গণ অধিকার পরিষদের নেতারা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের কোনো প্রার্থী না থাকায় গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।