জয়পুরহাটে বিজিবির অভিযানে অবৈধ সিরাপ ও ভেজাল খাদ্য জব্দ

বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও বিএসটিআই অনুমোদনহীন ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৮৭ হাজার ৮৮৫ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পাঁচবিবি উপজেলার রেলওয়ে সড়ক এলাকার একটি গোডাউনে ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর নির্দেশনায় অভিযানে নামেন বিজিবির সদস্যরা। গোডাউন তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং বিএসটিআই অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় গোডাউন মালিক নাজমুল হাসান সরকার বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে জেনসি, টাচ, জেট টেন, রেইনবো, একে এল ওয়ান, হিট ফ্রুট, এইট গ্রেক, আর আন্ডার, লায়ন, ললিপপ, এডিবল জেল জুস, টেস্টি স্যালাইন, ক্রিম ফ্লেভার ড্রিংকসসহ প্রায় ২৬ প্রকারের কয়েক হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ। এছাড়াও জব্দ করা হয় প্রায় ৬ হাজার ৫০০ পিস বিভিন্ন ধরনের চিপস।

২০-বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।